Site icon janatar kalam

খবরের কাগজ রাস্তায় ফেলে দেওয়ার দোষীদের প্রকৃত বিচারের দাবীতে ডি আই জির দ্বারস্থ অ্যাসেমব্লী অফ জার্নালিস্ট

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শনিবার উদয়পুর রাজারবাগ এলাকায় স্থানীয় কিছু খবরের কাগজ রাস্তায় ফেলে দেয় এক দুষ্কৃতী। এ ধরনের আক্রমণ রাজ্যে পূর্বে কখনো সংবাদমাধ্যমের উপর আসে নি। এবং সেই ঘটনার বিরুদ্ধে আর কে পুর থানায় মামলা করা হলেও দুপুর পর্যন্ত দুষ্কৃতীকে আটক করেনি পুলিশ। শনিবার আগরতলা প্রেসক্লাবে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট কতৃক আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা জানান চেয়ারম্যান সুবল কুমার দে। তিনি বলেন, এধরনের গুন্ডাবাহিনী গণতন্ত্র রাষ্ট্রে শুভা পায় না। যারা সংবাদ মাধ্যমকে হুমকি-ধমকি দিচ্ছেন তারা যখন মন্ত্রিসভায় ছিলেন না তখন পত্রিকা অফিস অলিতে ঘুরে বেড়াতেন। আর এখন তারা মন্ত্রিসভা স্থান রাজ্যের স্বাধীন সংবাদ মাধ্যমের উপর এধরনের আক্রমণ নামিয়ে আনছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা প্রেসক্লাবে দাঁড়িয়ে বলেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা অক্ষুণ্ন থাকবে। কিন্তু কোথায় সেই স্বাধীনতা ? রাজ্যের সংবাদমাধ্যমকে তো এত ভয়ঙ্কর দিন কখনো দেখতে হবে বলে ধারণা ছিল না। তবে রাজ্যের সংবাদমাধ্যম এটা কখনো মেনে নেবে না বলে জানান তিনি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশককে শনিবারের ঘটনা সম্পর্কে অবহিত করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। রাজ্য সংবাদ মাধ্যম ২৪ ঘন্টা অপেক্ষা করবে। ২৪ ঘন্টার মধ্যে যদি প্রশাসন শনিবারের ঘটনার অভিযুক্ত সুমন দাসের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী ৯ নভেম্বর অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সংবাদপত্রের উপর আক্রমণের প্রতিবাদে কি ধরনের পদক্ষেপ নেবে তার সিদ্ধান্ত হবে। এবং মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যদি উনার অনৈতিক বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে শনিবারের মতো গোটা রাজ্য মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বয়কট করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। তাছাড়া শনিবার সকালে উদয়পুর স্থানীয় পত্রিকা রাস্তায় ফেলে দেওয়ার ঘটনাকে নিয়ে যখন পুলিশের সদর কার্যালয়ে ডেপুটেশন প্রদান করতে চায় প্রতিনিধিদল তখন ডিআইজি রেঞ্জ সৌমিত্র ধরের কাছ থেকে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের প্রতিনিধি দল কোন রকম আশ্বাস পান নি। তা নিয়ে সংবাদ সম্মেলনে অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট প্রতিনিধি দল তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Exit mobile version