Site icon janatar kalam

মোমের চাহিদায় ঘাটতি দেখা দিয়েছে- মোম প্রস্তুতকারক

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- মোমের ফ্যাক্টরি গুলিতে চলছে মোম তৈরির কাজ। মোমের চাহিদার তুলনায় যোগান কম বলে জানান মোম তৈরি কাজে নিয়োজিত শিল্পীরা। এর মূল কারণ হলো রাজ্যে লকডাউনের কারণে বহু মোমের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এমনকি পূর্বে মোম মজুত নেই। প্রচুর পরিমাণে মোম প্রতিদিন উৎপাদন করা হলেও বাজারের চাহিদা মেটানোর স্বার্থপর হয়ে উঠছে বলে জানান মোম নির্মাণ শিল্পী। আর বাজারের ব্যবসায়ীরা পূজার মরশুমে মোমের পর্যাপ্ত অভাব ক্রেতাদের কাছে তুলে ধরে প্রচুর টাকা লাভ করছে। তবে অন্যান্য বছরের ন্যায় এ বছরও ঘট মোম, স্ট্যান্ড মোম তৈরি করা হচ্ছে। ফ্যাক্টরি পক্ষ থেকে কোনরকম মূল্যবৃদ্ধি না হলেও ব্যবসায়ীরা মর্জিমাফিক মোমের মূল্য বৃদ্ধি করে চলেছে বলে জানান জয়নগর স্থিত এক মোম ফ্যাক্টরির কর্ণধার।

Exit mobile version