Site icon janatar kalam

রাজ্যের ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে ক্লাবগুলির অবদান গুরুত্বপূর্ণ- যীষ্ণু দেব্বর্মা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আজ যথাযোগ্য মর্যাদায় পালন করা হল বীরেন্দ্র ক্লাবের ১২৫ তম প্রতিষ্ঠা দিবস। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রীর হাত ধরে মলিস্টোরেড বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং পুর্ব ঘোষনা অনুযায়ী সংস্থার সন্মানিত ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন শহর আগরতলার ছোট বড় ক্লাবগুলি রাজ্যের ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যে যে ধরনের কর্মসূচী হাতে নিয়েছেন তা ভুয়সী প্রশংসার দাবী রাখে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে রাজধানির বিরেন্দ্র ক্লাব রাজ্যের রক্তস্বল্পতা দূর করতে মহৎ রক্তদান শিবিরের আয়োজন ব্যবস্থা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যকর্তারা।

Exit mobile version