Site icon janatar kalam

উপজাতি কল্যাণ দপ্তর নাম পরিবর্তন হয়ে জনজাতি কল্যাণ মন্ত্রক করা হবে- মুখ্যমন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-বিগত রাজ্যে অনেক বছর পর সবাই কে নিয়ে শুভ বিজয়ার প্রীতি সন্মিলিনির আয়োজন করা হয় আগরতলার রাজ্য অতিথিশালায়। রাজ্য অতিথি শালার এই অনুস্থানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা। এই দিন সবার সাথে কথোপকথন করেন এবং শুভ বিজয়ার প্রীতি সন্মিলনি করা হয়েছে। বিগত রাজ আমলে এই ধরনের অয়োজন করা হতো তার পরে অনেক রাজনৈতিক দলগুলি রাজ্যে শাসন করেছেন কিন্তু সবার সাথে একএে মিলিত হন নি। রাজ্য BJP IPFT সরকারের আমলে এই আয়োজন করা হয় তার জন্য মহারাজা প্রদ্যোত কিশোর দেববমা ধন্যবাদ জানান। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বিগত রাজা আমলে রাজবাড়ীর মধ্যে এই ধরনের অনুষ্ঠান করা হতো তাতে করে একে অপরের সঙ্গে মিলন এবং তাদেরকে উপাধি দেওয়া হতো কিন্তু মহারাজার পরে আর কোন সরকার এই অনুষ্ঠানের আয়োজন করেন নি এদিন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে জানান এখন থেকে উপজাতি কল্যাণ দপ্তর নাম পরিবর্তন হয়ে জনজাতি কল্যাণ মন্ত্রক নামকরণ করা হবে বলে উনার বক্তব্য তুলে ধরেন। বিশেষ করে রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অন্যান্য বিশিষ্ট লোকদের সাথে প্রীতি ভোজের আয়োজন করা হয় রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে এটাই নতুন ধরনের আয়োজন বলে মনে করছেন সবাই।

Exit mobile version