জনতার কলম , ত্রিপুরা ,উদয়পুর প্রতিনিধি:- উদয়পুরে রাকেশ শর্মা হত্যা কাণ্ডে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক l তিনি আজ প্রতিবেশীর মারে খুন হওয়া রাকেশ শর্মার বাড়িতে যান l তার স্ত্রীর, ছয় বছরের কন্যা ও মা বাবার সাথেও কথা বলেন l তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি l বি জে পি কার্য কর্তার হত্যা কাণ্ডে দলের পক্ষ্যে থেকে তার পরিবারকে এক কালীন দুই লক্ষ্য টাকা দেওয়া হবে বলে এদিনসাংসদ জানান l উল্লেখ্য,রবিবার রাতে উদয়পুরের চন্দ্রপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় মীমাংসার নামে একই পরিবারের তিন জনকে বাড়ি থেকে ডেকে নিয়ে বেধড়ক মারে প্রতিবেশী মিহির লাল দাসের সাঙ্গপাঙ্গরা l মুখে কালো কাপড় বেঁধে এই ঘটনা ঘটায় বলে জানিয়েছে মৃতের পরিবার l এই ঘটনার জেরে আজ সংসদ প্রতিমা ভৌমিক প্রয়াত রাকেশ শর্মার বাড়িতে যান l সেখানে তাদের সাথে কথা বলেল l জানান সমবেদনা l কথা প্রসঙ্গে সাংসদ প্রতিমা ভৌমিক সংবাদ মাধ্যমের বলেন, রাকেশ শর্মা হত্যা কান্ড রাজ্যের বিরোধী দলের আসল পরিচয় দিয়েছে l তিনি বলেন এই হত্যা কাণ্ডের সাথে যারা যুক্ত তাদের মানুষবলা যাবে না l বিজেপি সন্ত্রাসের রাজনীতি করে না l সাংসদ বলেন মারের বদলে মার l এই সন্ত্রাসের প্রতিবাদ করব না l সব কার্যকর্তাদের এক জোট হয়ে কাজ করার আহব্বান নানান l আজকে সংসদের সঙ্গে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ l