জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- মাতাবাড়িতে পূজো দিলেন সস্ত্রীক রাজ্যপাল রমেশ বৈশ। এদিন সকাল আনুমানিক সোয়া এগারোটায় মাতাবাড়িতে আসেন রাজ্যপাল। মাতাবাড়িতে আসলে উনাকে স্বাগত জানান গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ। এদিন রাজ্যপাল মাতাবাড়িতে এসে কিছুক্ষন ভিআইপি রুমে বসে সোজা মায়ের মন্দিরে গিয়ে মাতা ত্রিপুরা সুন্দরীকে পূজো দেন রাজ্যপাল। এরপর কল্যান সাগরে যান রাজ্যপাল। এদিন রাজ্যপালের সফরকে কেন্দ্র করে মাতাবাড়িতে ছিলো জোরদার নিরাপত্তা ব্যবস্থা।