Site icon janatar kalam

দক্ষিন জেলা যাত্রীবাহি গাড়িগুলির বনধ অব্যাহত আজও

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- গতকাল থেকে নাগেরজলা বাস স্ট্যান্ডের বাস চালক এবং বাসের মালিকদের মধ্যে ভাড়া বৃদ্ধি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা এখন অবধি সুরাহা হয়নি। তাই আজও নাগের জলা বাসস্ট্যান্ড থেকে দক্ষিন জেলায় যে গাড়িগুলো যাতায়াত করতো সেই গাড়িগুলোর চলাচল আজও বন্ধ। গাড়ির মালিক ও গাড়ি চালকদের বক্তব্য আগে যেভাবে তারা উপার্জন করতে পারতো এখন সেই পরিস্থিতি নেই, ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে গাড়ি চলাচল করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান তিনি।সরকার পক্ষ থেকে যদি কোন সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে আগামীতেও গাড়ি চলাচল বন্ধ রাখবে বলে জানান শ্রমিকরা এবং এই ধরনের সমস্যাতে তাদের একজন শ্রমিক ও প্রয়াত হলেন বলে জানান এরা।

Exit mobile version