জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতীয় কমিউনিস্ট পার্টি মাক্সবাদের ১০০তম প্রতিষ্ঠা দিবস। এদিনের কর্মসূচী থেকে বক্তব্য রাখতে গিয়ে কৃষক সভার সাধারন সম্পাদক নারায়ন কর জানান আজ থেকে ১০০ বছর পুর্বে কমিউনিস্ট পার্টি গঠনের দিন যে লক্ষ স্থির করেছিল ভারতবর্ষের স্বাধীনতা লাভের ক্ষেত্রে শুধু রাজনৈতিক স্বাধীনতা নই সাধারন মানুষের যে অধিকার রয়েছে এবং শ্রমিল কৃষক শ্রমজীবী অংশের মানুষদের যে অধিকার রয়েছে সেগুলুকে টিকিয়ে রাখা তার পাশাপাশি ভারতবর্ষের সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষতা রয়েছে সেগুলু ও আজ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে তা বিপন্ন বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।