Site icon janatar kalam

বাশ বেত শিল্পের উপর ভিত্তি করে গ্রামীন এলাকাগুলোকে স্বনির্ভর করা যাবে- উপমুখ্যমন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- হস্ত তাত শিল্পের মাধ্যমে রাজ্যের ঐতিহ্য পরিচয় দেওয়া যায় অন্যান্য রাজ্য ত্রিপুরার তৈরি বাঁশ বেতের যে সমস্ত জিনিস গুলো অন্য রাজ্যে জনগণ ব্যবহার করেন তাতে করে রাজ্যের হস্তশিল্প কে মজবুত করতে সাহায্য করে। বাঁশ বেতের তৈরি যে সমস্ত জিনিসগুলো রাজ্যের গ্রাম পাহাড়ে বানানো হচ্ছে তাদের কিন্তু একাংশ জনগণ জীবিকা নির্বাহ করছে তাই রাজ্যের বর্তমান সরকার বাঁশ বেত শিল্প কে আরো বেশি করে প্রচার করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছেন তাতে করে গ্রাম পাহাড়ের লোকেরা ও শিল্পের মাধ্যমে অনায়াসে ভালোভাবে ব্যবসা করে দিনযাপন করতে অসুবিধা হবে না বক্তা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। বৃহস্পতিবার আগরতলার লিচুবাগান স্ট্রিত বাম্বু কেন ডেভলপমেন্ট ইনস্টিটিউটে বাঁশ বেতের তৈরি রুপোর সেমিনারের আয়োজন করা হয়। এদিন ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। লিচুবাগান স্থিত বাঁশ বেতের তৈরি করা প্রদর্শনী আয়োজন করা হয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা প্রদর্শনী শিবির ঘুরে দেখেন। এদিনের এই সেমিনারে রাজ্যের উপমুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে জানান রাজ্যে যেসব শিল্পীরা বাঁশ বেতের উপর কাজ করে চলছেন তাদেরকে আরো উদযাপিত করা দরকার তার জন্য দেশের প্রধানমন্ত্রী দেশব্যাপী এই শিল্পের উপর যেরকম জোর দিয়েছেন তেমনি রাজ্য সরকার সে শিল্পের ঐতিহ্য কে বাঁচিয়ে রাখার জন্য নানা ধরনের কর্মসূচি হাতে নিয়ে শিল্পীদের কে সাহায্য করছেন বলে জানান। হস্ত কারুশিল্প কে রাজ্যের বিভিন্ন জায়গায় আরো বেশি করে উজ্জীবিত করার জন্য গ্রামীণ এলাকাগুলোতে কিভাবে বেছে নিয়েছেন তার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে সাহায্য করা হচ্ছে আগামী দিনে তাদেরকে এ শিল্পের উপর দিয়ে যাতে তারা দিনযাপন করতে পারে সেরকম সাহায্য করে যাবেন বলে উনার বক্তব্য তুলে ধরেন।

Exit mobile version