জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- গত 11 সেপ্টেম্বর সব রুমে সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। সেই হুমকির জেরে রাজ্যের নানা প্রান্তে দুষ্কৃতিকারীদের আক্রমণের শিকার হন সাংবাদিকরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা ক্রমে মুখ্যমন্ত্রী সেই কথাটি ফিরিয়ে নেওয়া অনুরোধ জানালেও তাতে কর্ণপাত করেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তাই পূর্বঘোষণা অনুযায়ী আজ রবীন্দ্র ভবন প্রাঙ্গণে গণধর্নায় বসে সাংবাদিকরা। এই দিনের কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর এরূপ মন্তব্যের তীব্র সমালোচনা করেন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট সংগঠনের আহ্বায়ক শেখর দত্ত।
তাছাড়া সাংবাদিকদের সরকারপক্ষের সাথে খবরের সত্যতা নিয়ে মতবিরোধ হতেই পারে, কিন্তু তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের উপর এরূপ মন্তব্যের ঘটনাকে মেনে নিতে পারছেন না সাংবাদিকরা। মুখ্যমন্ত্রী বক্তব্য ফিরিয়ে নেওয়ার দাবিতে সাংবাদিকদের এই গনবস্থানের ফলে কি পদক্ষেপ ভাবে রাজ্য সরকার সেটাই এখন দেখার।