জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- ১৩ অক্টোবর আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দিবস অনুষ্ঠিত হবে মহাকরণে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার বিভিন্ন দিক অনুষ্ঠানে তুলে ধরা হবে। আর এই বিশেষ অনুষ্ঠানে রাজ্যের প্রত্যেক জেলার জেলাশাসক অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবে। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাজ্য ভূমিকম্প প্রবণতার দিকে পঞ্চম স্থানে রয়েছে। তাই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কথা মাথায় রেখে রাজ্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে বলে জানান তিনি।