Site icon janatar kalam

উত্তর প্রদেশের হাতরসে দলিত পরিবারের নিৰ্ভয়াকে ধর্ষণের প্রতিবাদে নারী সমিতির মিছিল ধর্মনগরে

জনতার কলম,ত্রিপুরা,ধর্মনগর প্রতিনিধি:- উত্তর প্রদেশের হাতরসে দলিত পরিবারের মেয়ে নিৰ্ভয়াকে ধর্ষণের প্রতিবাদে ধর্মনগরে মিছিল করল ভারতের গণত্রান্তিক নারী সমিতি। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন সমাজ কল্যাণ মন্ত্রী বিজিতা নাথ। বিজিতা নাথ জানিয়েছেন নিৰ্ভয়ার পরিবারকে সঠিক ন্যায় পাইয়ে দিতে আন্দোলন জারি রাখবেন তারা। প্রয়োজনে গড়ে তোলা হবে বৃহত্তর আন্দোলন। ঘটনার বিবরণ জানিয়ে বিজতা নাথ বলেন উত্তর প্রদেশের হাতরসে দলিত পরিবারের মেয়ে নিৰ্ভয়াকে ধর্ষণ করে ফেলে যায় দুষ্কৃতিকারীরা, এর কিছু দিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় নিৰ্ভয়ার। এই ঘটনার খবর চারিদিকে চড়িয়ে পড়তেই উত্তর প্রদেশ পুলিশ নিৰ্ভয়ার দেহ রাতের আধারে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেয়। সাংবাদিকরা এই ঘটনার সত্য মানুষের সামনে তুলে ধরতে গেলে বাধা দেয় উত্তর প্রদেশের প্রশাসন। তিনি উত্তর প্রদেশ সরকার ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন।

Exit mobile version