Site icon janatar kalam

বন্যপ্রাণী সুরক্ষার স্বার্থে সরকারের সাথে জনগনকে কাধে কাধ মিলিয়ে চলতে হবে- মেবার কুমার জমাতিয়া

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-প্রতিবছর ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর বন্যপ্রাণী সুরক্ষা অঙ্গ হিসেবে গোটা রাজ্যে সচেতন মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। অন্যান্য বছর এই দিনটি বড় পরিসরে পালন করা হলেও এবছর মহামারী করোনা ভাইরাসের আতঙ্কে ক্ষুদ্র পরিসরে এই অনুষ্ঠান পালন করা হয় বৃহস্পতিবার রাজধানীর হেরিটেজ পার্কে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্য সরকার বন্যপ্রাণী সুরক্ষার ক্ষেত্রে যেভাবে জনগণকে সচেতন করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন জনগণকেও একই কায়দায় প্রয়াস চালিয়ে যেতে হবে। কেননা 60 থেকে 70 শতাংশ রাজ্যে যে বন রয়েছে সেটাকে সংরক্ষিত করতে পারলে রাজ্যের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না বলে মন্তব্য করলেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। এদিনের কর্মশালায় বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বন্যপ্রাণী সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন বন্যপ্রাণী সুরক্ষার জন্য সরকারের সাথে রাজ্যবাসীকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সে অনুষ্ঠানের বিজয়ীদের হাতে মানপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বনদপ্তরের আধিকারিক বি কে সাও, ডি কে শর্মা সহ অন্যান্যরা।

Exit mobile version