জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাজ্য মহিলা মোর্চার কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি বক্তব্য রেখে বলেন, ভারতীয় জনতা পার্টি শাসনকালে বেশি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মধ্যে তেজস্বী ভারতীয় জনতা পার্টির মহিলা নেতৃত্ব বসে আছেন। যেমন দেশের প্রাক্তন প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মহিলা বিদেশ মন্ত্রী স্মৃতি ইরানি। কারণ ভারতীয় জনতা পার্টি জানে মাতৃশক্তি ছাড়া সমাজ এবং দেশের বিকাশ সম্ভব নয়। তাই ভারতের জনতা পার্টি মহিলাদের স্বশক্তিকরণ করার লক্ষে কাজ করে চলেছে বলে জানান। তিনি আরো বলেন লোকসভা, রাজ্যসভা শহর সমস্ত নির্বাচনী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি মহিলাদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে চলেছে। এদিন বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি ডাঃ মানিক সাহা, সাংসদ প্রতিমা ভৌমিক, সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী ঝর্না দেববর্মা সহ অন্যান্যরা।