জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- যারা পেশাগত দায়িত্ব সাংবাদিকতা পালনের পাশাপাশি ক্রিকেট, ফুটবলের মতো বিভিন্ন খেলাধুলাও করে আসছেন, তারা আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক বৈঠকের মধ্য দিয়ে এক নতুন সংগঠনের আত্ম প্রকাশ ঘটিয়েছেন। নাম ‘জার্নালিস্টস্ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন’। বিনোদনমূলক খেলাধুলায় নিজেদের আরোও জড়িয়ে রাখার লক্ষ্যে। সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য আপাতত কোনও পরিচালন কমিটি গঠিত হয়নি, তবে খুব শীঘ্রই তা গঠনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্মআহ্বায়ক হিসেবে রয়েছেন অভিষেক দে ও সুপ্রভাত দেবনাথ। করোনা আবহ কাটিয়ে, প্রশাসনিক নির্দেশ অনুসারে খেলাধুলা শুরু হলে, সাংবাদিক খেলোয়াড়রাও যথারীতি মাঠে নামবে এবং প্র্যাকটিস শুরু করবে বলে আজ সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিক খেলোয়ারদের, যাঁরা বিভিন্নভাবে এতদিন সাহায্য সহযোগিতা করেছেন এবং আগামী সময়েও স্পন্সর করার জন্য এগিয়ে আসছেন তাদের প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।