Site icon janatar kalam

শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে শ্রম দপ্তরে বৈঠকে বিভিন্ন দপ্তরের শ্রমিকরা

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ বুধবার রাজধানীর শ্রমদপ্তর এর কার্যালয় অতিরিক্ত শ্রমো কমিশনারের সাথে বিভিন্ন দপ্তরে শ্রমিকরা এক বৈঠকে মিলিত হন এদিনের বৈঠক থেকে টেইলারী কাজ এর সাথে যারা জড়িত রয়েছেন তাদের এবারের পুজোর বোনাস নিয়ে আলোচনা করা হয়। এবছর মহামারী করোনাভাইরাস এর তাণ্ডবে শ্রমিকরা কাজে না আসাতে ভিশন সমস্যার সম্মুখীন মালিকরা তা সত্ত্বেও মালিকপক্ষের পক্ষ থেকে শ্রমিকদের বোনাস হিসাবে বেশি দেওয়ার ইচ্ছা থাকলেও কোননা ভাইরাসের ফলে আমদানি-রপ্তানি কম হওয়ায় বিগত বছরের ন্যায় এবছরের বোনাসের অর্থ রাশি 2000 টাকা রাখা হয় বলে জানান শ্রমিক নেতা কানু ঘোষ।

Exit mobile version