janatar kalam Home নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ত্রি-স্তর পঞ্চায়েতের ফলাফল : রাজ্য নির্বাচন কমিশন
নির্বাচন রাজ্য

রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ত্রি-স্তর পঞ্চায়েতের ফলাফল : রাজ্য নির্বাচন কমিশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে ত্রি-স্তর পঞ্চায়েতের ফলাফল। এই প্রথম রাজ্য নির্বাচন কমিশন এ ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার এক সাক্ষাৎকারে একথা জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস। তিনি জানান ভোট গণনার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত।

প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের ৩৫ টি জায়গায় ১২ আগস্ট হবে ভোট গণনা কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। তিনি জানান ভোট গণনা কেন্দ্র গুলিতে নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য পুলিস। উল্লেখ্য ৮ আগস্ট ত্রি-স্তর পঞ্চায়েতের ভোট নেওয়া হয়। তবে মাত্র ২৯ শতাংশ আসনে হয় ভোট গ্রহণ। প্রায় ৭১ শতাংশ আসন বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়েছে বিজেপি।

Exit mobile version