Site icon janatar kalam

রাজ্য জুড়ে সংবিধান রক্ষা অভিযান কর্মসূচী পালনের সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেসের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে সংবিধান দিবস পালন। ৭৫ তম সংবিধান দিবস উপলক্ষ্যে কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে এই আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক, বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা।

এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রফেসর চন্ডিতা বসু মজুমদার। আলোচনা সভা থেকে প্রদেশ কংগ্রেস সমগ্র রাজ্য জুড়ে ৬০ দিন ব্যাপী সংবিধান রক্ষা অভিযান কর্মসূচির ঘোষণা করে। কংগ্রেস বিধায়ক সুদিপ রায় বর্মণ এক সাক্ষাৎকারে জানান ২৬ নভেম্বর দিনটি ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক দিন।

১৯৪৫ সালের ২৬ নভেম্বর দেশের সংবিধান গৃহীত হয়েছিল। এইটা ভারতবাসীর কাছে এইটা গর্বের বিষয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সংবিধান মানুষকে যে অধিকার দিয়েছে, সেই অধিকার গুলি খর্ব করার চেষ্টা চলছে। তাই রাজ্য জুড়ে সংবিধান রক্ষা অভিযান কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস।

 

 

 

Exit mobile version