janatar kalam Home রাজনৈতিক রাজ্যে বিজেপি সরকার মহিলাদের কোন সুরক্ষা দিতে পারছে না : শর্বাণী
রাজনৈতিক রাজ্য

রাজ্যে বিজেপি সরকার মহিলাদের কোন সুরক্ষা দিতে পারছে না : শর্বাণী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এখনও ঘোষণা হয়নি। সম্ভবত আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যে হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি ময়দানে নেমে পড়ছে। পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের ঘোষণা আগেই দিয়েছে কংগ্রেস। মহিলাদের জন্য রয়েছে সংরক্ষিত আসন।

সেসব আসনে মহিলা প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সাংগঠনিক সভা হয় বৃহস্পতিবার। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় সভা। উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী শর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।

মহিলা কংগ্রেস সভানেত্রী অভিযোগ করেন রাজ্যে বিজেপি সরকার মহিলাদের কোন সুরক্ষা দিতে পারছে না। বিভিন্ন জায়গায় যুবতী মহিলারা নির্যাতনের শিকার হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই চালাবে মহিলা কংগ্রেস।


 

Exit mobile version