জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। রয়েছে দুটি মেডিক্যাল কলেজ। গড়ে উঠেছে একটি ডেন্টাল কলেজ। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন এসেছে। স্বাস্থ্যক্ষেত্র নিয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।শুক্রবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সপ্তম লিভারকন ও পঞ্চম পদ্মা-গঙ্গা-গোমতী আন্তর্জাতিক লিভার সম্মেলনে উদ্বোধনে একথা বললেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে তিনদিনের সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে নেপাল-বাংলাদেশ থেকেও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেন। এদিন উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যের ৩৭ শতাংশ মানুষ হেপাটাইটিস টিকাকরণের আওতায় এসেছে। এখনও বিশাল অংশের মানুষ টিকাকরণের আওতার বাইরে রয়েছেন। তাদের টিকাকরণের আওতায় নিয়ে আসা সুনিশ্চিত করার বিষয়ে জোর দেন। ৯ জুন পর্যন্ত চলবে এই সম্মেলন।