জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু সরকারি দপ্তরে নয়, বিভিন্ন নামী বেসরকারি সংস্থায় যাতে রাজ্যের শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ হয় সেজন্য রিক্রুইমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। ইতিমধ্যে রাজ্যের অনেক ছেলে-মেয়ে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছেন। প্রতি বছর এই ধরনের রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে। ২০২৪-২৫ অর্থ বছরে এইদিন প্রথম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়েছে।
বুধবার রাজধানীর শ্রম ভবনে হয় রিক্র্যুইমেন্ট ড্রাইভ। তিনটি সংস্থায় প্রায় ২০০ লোক নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হয়। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ব্যবস্থাপনায় হয় এই চাকরি ড্রাইভ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেকার শিক্ষিত যুবক- যুবতীরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন সহকারী এমপ্লয়মেন্ট অফিসার প্রিয়া খান সহ অন্যরা। এদিন অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছেলে- মেয়েরা সুজগপায়। আগামী ২১ জুন রয়েছে আরও একটি চাকরি মেলা। সেখানে কয়েকটি সংস্থা আসবে লোক নিয়োগের জন্য।