Site icon janatar kalam

রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রকে সঠিক দিশা দেওয়ার লক্ষ্যে এবং সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকল্পে সরকারের প্রচেষ্টা জারি রয়েছে : মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের বিদ্যুৎ নিগম এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে একদিনের স্টেক হোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হলো বুধবার। রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই কর্মশালার মুখ্য উদ্দেশ্য হলো শক্তির রূপান্তর এবং তা বাস্তবায়নের জন্য প্রাসঙ্গিক বিষয়গুলির উপর আলোচনা। এছাড়া রাজ্যের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে বাধা গুলিকে কিভাবে অতিক্রম করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করা। বাঁধাগুলির মধ্যে রয়েছে নিয়ন্ত্রক পরিবেশ, জমির অনুপলব্ধতা, পরিবেশগত প্রভাব এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তির প্রতিযোগিতামূলকতা। এরকম একটি গুরুত্বপূর্ণ কর্মশালায় রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, শিল্প ক্ষেত্র, প্রাইভেট ক্ষেত্রসহ প্রায় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করে। বুধবার এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, রাজ্য সরকারের মুখ্য সচিব জে কে সিনহা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কর্মশালার গুরুত্ব তুলে ধরে এদিন মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে এই কর্মশালা আগামী দিন অনেকটা সহায়ক ভূমিকা গ্রহণ করবে। রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রকে সঠিক বিচার নিয়ে যেতে এবং সার্বিক বিদ্যুৎ ব্যবস্থার উন্নতিকল্পে নিরন্তর প্রচেষ্টা জারি রেখেছে রাজ্য সরকার।

Exit mobile version