Site icon janatar kalam

রাজ্যের পশ্চিম লোকসভা আসনে SUCI প্রার্থীর নাম ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের পশ্চিম লোকসভা আসন থেকে লড়াই করবে এস ইউ সি আই। শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান দলের রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক। তিনি জানান পশ্চিম লোকসভা আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে দলের রাজ্য সম্পাদক। সাংবাদিক সম্মেলনে আরো জানান দেশের ১৯ টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে লোকসভার প্রায় ১৫১ টি আসনে লড়াই করবে তারা।

অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যা বিধানসভা আসনেও লড়াই করতে চলেছে এসইউসিআই। এদিন সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক অরুণ কুমার ভৌমিক কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন। তিনি বলেন যারাই ক্ষমতায় আসে তারা পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করে চলে। জনগণের স্বার্থে কথা বলার জন্য এস ইউ সি আই প্রার্থীদের জয়ী করারও আহ্বান জানান নেতৃত্ব।

তারা বলেন শোষিত ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য প্রয়োজন বামপন্থী গণ আন্দোলন গড়ে তোলা। এসইউসিআই এই গণ আন্দোলন গড়ে তুলছে। এই পথে নির্বাচনে এলে এসইউ সিআই লড়াই করে থাকে।

 

 

Exit mobile version