janatar kalam Home রাজ্য রাজ্যের জনজাতি ৭৫৯৪ জন ছাত্র- ছাত্রীকে ২০২৩-২৪ অর্থবর্ষে পুরস্কার বিতরণ 
রাজ্য শিক্ষা

রাজ্যের জনজাতি ৭৫৯৪ জন ছাত্র- ছাত্রীকে ২০২৩-২৪ অর্থবর্ষে পুরস্কার বিতরণ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনজাতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত এবং সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তাদের মেধা পুরষ্কার দেওয়া হয়। মঙ্গলবার জনজাতি পড়ুয়াদের মেধা পুরষ্কার অনুষ্ঠানে একথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। জনজাতি ছাত্র-ছাত্রীদের বেশি করে উৎসাহ দানের জন্যই এই ধরণের কর্মসূচী। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জনজাতি পড়ুয়াদের মধ্যে যারা ৬০ কিংবা ৮০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের এই পুরষ্কার দেওয়া হয়।

মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র ভবনে হয় রাজ্যভিত্তিক মেধা পুরষ্কার অনুষ্ঠান। রাজ্যের ৭৫৯৪ জন ছাত্র- ছাত্রীকে ২০২৩-২৪ অর্থবর্ষে এই পুরস্কারের জন্য বাছাই করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। অতিথিরা পড়ুয়াদের হাতে মেধা পুরষ্কার তুলে দেন।

 

 

Exit mobile version