janatar kalam Home খেলা রাজ্যের ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে আরো এগিয়ে যেতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে : ক্রীড়া সচিব
খেলা

রাজ্যের ছেলে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে আরো এগিয়ে যেতে সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে : ক্রীড়া সচিব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-২৯ আগষ্ট হকির জাদুগর মেজর ধ্যান চাঁদের জন্ম দিন। এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজধানীর এন.এস.আর.সি.সি-র ইন্ডোর হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী।

উপস্থিত ছিলেন দপ্তরের যুগ্ম সচিব পাইমং মগ, অজুর্ন পুরস্কার প্রাপ্ত মন্টু দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া দপ্তরের সচিব পি.কে চক্রবর্তী বলেন ক্রীড়া ক্ষেত্রের পরিকাঠামোগত উন্নয়ন করতে চাইছে বর্তমান সরকার। যাতে আগামী দিনে কয়েকটি জাতীয় স্তরের ইভেন্ট রাজ্যে করা যায়।

তিনি আরো বলেন রাজ্যের ছেলে মেয়েরা খেলাধুলার ক্ষেত্রে যাতে আরো এগিয়ে যেতে পারে তার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সিন্থেটিক ফুটবল মাঠ, বহুমুখী ক্রীড়া ভবন, সিন্থেটিক হকি মাঠ, সুইমিং পুল এবং ওপেন জিম পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এইগুলি ব্যবহার করে রাজ্যের ছেলেমেয়েরা জাতীয় স্তরে অংশ নিতে পারছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

 

 

 

Exit mobile version