janatar kalam Home অপরাধ রাজ্যেও প্রতিবাদের ঝড়, খুনিদের কঠোর শাস্তির দাবিতে ফের রাজপথ দখল নেয় যুবক-যুবতী-মহিলারা
অপরাধ রাজ্য

রাজ্যেও প্রতিবাদের ঝড়, খুনিদের কঠোর শাস্তির দাবিতে ফের রাজপথ দখল নেয় যুবক-যুবতী-মহিলারা

Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কলকাতার আর জি কর কাণ্ডের ঘটনা নিয়ে ত্রিপুরা রাজ্যেও প্রতিবাদের ঝড় বইছে। ঘটনায় খুনিদের কঠোর শাস্তির দাবি জানিয়ে রবিবার বিকেলে ফের রাজপথ দখল নেয় যুবক-যুবতী-মহিলারা। এদিন বিকেলে রাজধানীর রাজপথে মিছিল থেকে আওয়াজ উঠে এই ন্যাক্কারজনক ঘটনায় যুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির,বর্তমান সময়ে ছোট থেকে বড় সকল মহিলাদের সেলফ ডিফেন্স শেখানো।

যাতে আর কোন মেয়েকে অত্যাচারের শিকার হয়ে প্রাণ দিতে না হয়। এদিনের মিছিলের স্লোগান ছিল ধর্ষণের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান।

আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে দল মত নির্বিশেষে একত্রিত হয়ে স্লোগান মুখরিত প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন এন জিও, সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। ধিক্কার জানানো হয় ধর্ষক ও খুনির বিরুদ্ধে।

 

 

Exit mobile version