janatar kalam Home রাজনৈতিক রাজ্যজুড়ে খুন সন্ত্রাস,ধর্ষনের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে রাজধানীতে শক্তি দেখাল কংগ্রেস 
রাজনৈতিক রাজ্য

রাজ্যজুড়ে খুন সন্ত্রাস,ধর্ষনের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে রাজধানীতে শক্তি দেখাল কংগ্রেস 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পুলিশ সদর কার্যালয় ঘেরাও-র নামে রাজধানীতে শক্তি দেখাল কংগ্রেস। শহরে বিক্ষোভ মিছিল করে ডিজিপি অফিস ঘেরাও করেন কংগ্রেস নেতা-কর্মীরা। রাজ্যে বাড়ছে অপরাধ। বিশেষ করে মহিলা অপরাধ দিন দিন বেড়ে চলেছে। রাজ্যজুড়ে খুন সন্ত্রাস, ধর্ষণ ও পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ এনে রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করল প্রদেশ কংগ্রেস।

পূর্ব ঘোষণা মোতাবেক সোমবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয় ঘেরাও করে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল বের হয়। প্ল্যাকার্ড নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে স্লোগান সোচ্চার মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ধীরে ধীরে পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের যাওয়ার মুখে পুলিশ ব্যারিকেড দিয়ে গতিরোধ করার চেষ্টা করে।

কিন্তু কংগ্রেস নেতা- কর্মীরা সেই ব্যারিকেড ভেঙে পুলিশ সদরের দিকে এগিয়ে যায়। সেখানে আগে থেকেই মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।এদিনের মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক ক্রিস্টোফার তিলক, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, সুদীপ রায় বর্মণ, পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যরা।কংগ্রেসের নেতা কর্মীদের মিছিল রাজ্য পুলিশের মহানির্দেশকের কার্যালয়ের সামনে পৌঁছানোর পর মিছিলকে আটকে দেওয়া হয়।

সেখানে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের কর্মী সমর্থকরা। প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক অভিযোগ করেন, রাজ্য নারী গঠিত অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। অথচ নিস্ক্রিয় ভুমিকা পুলিশের। এতে করে রাজ্যের অর্থনীতির উপর প্রভাব পড়ছে। রাজ্যের উন্নয়নের উপর প্রভাব পড়ছে। এদিনের কর্মসূচীতে ব্যাপক সংখ্যায় নারী-পুরুষ অংশ নেয়। শহরে অনেকদিন পরে এমন মিছিল করলো কংগ্রেস।

 

 

Exit mobile version