জনতার কলম ওয়েবডেস্ক :- অবশেষে সমাপ্ত হলো রাজস্থান বিধানসভা নির্বাচন, এখন পালা ফলাফলের। সেই ফলাফল ঘোষিত হতে চলেছে আগামীকাল, আর এই ফলাফল কে কেন্দ্র করে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
আগামীকাল ঘোষিত হতে চলা রাজস্থান বিধানসভা নির্বাচনের ভোট গণনার জন্য নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে, জয়পুরের পুলিশ কমিশনার বিজু জর্জ জোসেফ সংবাদ মাধ্যমকে জানান, “19টি রাজস্থান বিধানসভা আসনের জন্য ভোট গণনা আগামীকাল রাজস্থান কলেজ এবং কমার্স কলেজে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছি।
সঠিক তল্লাশি ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। ট্রাফিককে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। যানবাহন রাখার জায়গাও চিহ্নিত করা হয়েছে। ফলাফলের পর কাউকে মিছিল করার অনুমতি নেই। প্রার্থী যেতে পারবেন রেজাল্টের পর তাদের অফিস বা বাড়িতে।