Site icon janatar kalam

রাজনাথ সিংয়ের কড়া বার্তা: “ভারতের অর্থনীতি ফেরারি, পাকিস্তান মালের বোঝাই ডাম্পার”

জনতার কলম ওয়েবডেস্ক:- শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানকে একহাত নিলেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তান একই সময়ে স্বাধীনতা পেলেও আজ দু’দেশের অবস্থার মধ্যে আকাশ–পাতাল ফারাক। “ভারত সঠিক নীতি, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতায় ফেরারি- মার্সিডিজের মতো গতিশীল অর্থনীতি তৈরি করেছে। আর পাকিস্তান এখনও মালের বোঝাই এক ডাম্পারের মতো জর্জর অবস্থায় পড়ে আছে।”

পাকিস্তানের সেনাপ্রধানকে নিশানা

রাজনাথ সিং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেন। আসিম মুনির বলেছিলেন— ভারত ফেরারি, পাকিস্তান হলো বালু–পাথরে ভর্তি ট্রাক। যদি সংঘর্ষ হয়, ক্ষতি গাড়িরই হবে। এ প্রসঙ্গে রাজনাথ সিং বলেন, “এটা শুধু হাসির খোরাক নয়, বরং পাকিস্তানের এক ধরনের স্বীকারোক্তি। স্বাধীনতার পর একই সময়ে যাত্রা শুরু হলেও ভারত যেখানে উন্নতির শিখরে, পাকিস্তান এখনও ডাম্পারের দশায় রয়ে গেছে।”

ভারতের বিশ্ব–ভূমিকায় আস্থা

প্রতিরক্ষামন্ত্রী জানান, আজ যখন বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বিপর্যস্ত, তখন ভারতই একমাত্র দেশ যে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে পারে। তিনি বিদেশি বিনিয়োগকারীদের ভারতের প্রতিরক্ষা উৎপাদন খাতে আসার আহ্বান জানান। “মেক ইন ইন্ডিয়া শুধু ভারতের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য।”

প্রযুক্তি ও আত্মনির্ভরতার বার্তা

তিনি বলেন, ভারতকে গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব বানাতে সরকার ‘ইন্ডিয়া-এআই মিশন’ চালু করেছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর তৈরির ক্ষেত্রেও মিশন মোডে কাজ চলছে। চলতি বছরের শেষের মধ্যেই দেশীয় সেমিকন্ডাক্টর বাজারে আসবে।

নতুন বিশ্বব্যবস্থার ডাক

রাজনাথ সিংয়ের কথায়, বর্তমান বিশ্বব্যবস্থা কিছু দেশকে সমৃদ্ধ করেছে, আবার অধিকাংশকে দিয়েছে কেবল বৈষম্য ও অনিশ্চয়তা। তাই প্রয়োজন সমান সুযোগ ও সহযোগিতা–ভিত্তিক নতুন বৈশ্বিক ব্যবস্থা। “ভারতীয় দর্শনে শক্তি মানে অন্যকে শাসন নয়, বরং তার যত্ন নেওয়া। ভারত বিশ্বকে সংঘাত নয়, বরং সহযোগিতা ও শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে চায়।”

Exit mobile version