Site icon janatar kalam

রাজধানীর জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের উদ্যোগে হলো গঙ্গা পূজা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গঙ্গা মায়ের আশীর্বাদে সকল মানুষের যেন কল্যাণ হয়।সকলকে যাতে রোগ মুক্ত রাখেন মা গঙ্গা। রবিবার জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের গঙ্গা পূজায় অংশ নিয়ে একথা বললেন আগরতলা পুর নিগমের মেয়র তথা রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় গঙ্গা পূজার আয়োজন করা হয়।

জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের পাশাপাশি মহারাজগঞ্জ বাজার মৎস্য ব্যবসায়ী সমিতিও গঙ্গা পূজা করে। রীতি নীতি মেনেই হয় গঙ্গা পূজা। রাজধানীর জগন্নাথ রিক্রিয়েশন ফোরামের গঙ্গা পুজায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, জগন্নাথ জিউ মন্দিরের মহারাজ, সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যরা।

জৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথি রবিবার। কথিত আছে এই দিনে মহাদেবের জটা থেকে মা গঙ্গার উৎপত্তি হয়েছিল।

Exit mobile version