Site icon janatar kalam

রাজধানীর কামিনী কুমার সিংহ স্মৃতি স্কুলের সামনে দুর্ঘটনার সম্মুখীন হলেন এক স্কুটি চালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই শারদীয়া দুর্গোৎসব। বাঙালির চির শ্রেষ্ঠ এই উৎসবের দিনগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দেওয়ার লক্ষ্যে আগরতলা সহ গোটা রাজ্যে চলছে এখন বিদ্যুৎ লাইন মেরামতের কাজ। বিশেষ করে রাস্তার পাশে থাকা বিদ্যুৎ লাইনের উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা গাছের ডালপালা কেটে দেওয়ার কাজ চলছে এখন সর্বত্র। আর এই গাছের কাটা ডাল নিচে পড়ে গিয়ে এবার বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলেন এক স্কুটি চালক। মূলত বিদ্যুৎ নিগমের কর্মীদের অসতর্কতা কিংবা গাফিলতির কারণেই দুর্ঘটনার সম্মুখীন হলেন ধলেশ্বর এলাকার বাসিন্দা স্কুটি চালক দেবাশীষ দেবনাথ। ঘটনা রবিবার দুপুরে আসাম আগরতলা জাতীয় সড়কের রাজধানীর কামিনী কুমার সিংহ স্মৃতি স্কুল প্রাঙ্গণে। পথ চলতি নাগরিকদের কোন ধরনের সতর্কতা বার্তা না দিয়েই বিদ্যুৎ নিগমের কর্মীরা রাস্তার পাশে থাকা গাছের ডাল কাটতে শুরু করে। এর মধ্যেই আচমকা গাছের কাঁটা একটি ডাল নিচে পড়ে গেলে, তাতে গুরুতর আহত হন দেবাশীষ দেবনাথ নামে এই স্কুটি চালক। পরে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়।মূলত নিগম কর্মীদের গাফিলতির কারণেই এই বিপত্তি। যদিও অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন এই স্কুটি চালক। তবে নিগম কর্মীদের অসতর্কতার ধরুন এদিন আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো বলে আশঙ্কা। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

 

 

Exit mobile version