Site icon janatar kalam

রাজধানীর একটি হোম থেকে যুবতীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ পরিবারের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর একটি হোম থেকে যুবতীকে বিক্রি করে দেওয়ার অভিযোগ পরিবারের। যদিও অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। রাজধানীর ইন্দ্রনগরস্থিত মঙ্গলালোক শক্তিসদন থেকে নিখোঁজ এক যুবতী। নিখোঁজ যুবতীর পরিবারের লোকজনদের অভিযোগ মঙ্গলালোক শক্তিসদন কর্তৃপক্ষ তাদের মেয়েকে বিক্রয় করে দিয়েছে। চলতি মাসের মার্চ মাসে গণ্ডাছড়ার এক নাবালিকা রাজু ঘোষ নামে আমবাসার এক যুবকের সাথে পালিয়ে যায়।

পরবর্তী সময় নাবালিকার পরিবারের লোকজন নাবালিকাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আগস্ট মাসে নাবালিকা পুনঃরায় রাজু ঘোষের সাথে পালিয়ে যায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে গণ্ডাছড়া থানায় মিসিং ডায়েরি করা হয়। পরবর্তী সময় পুলিশ নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়ে দেয়। এরই মধ্যে নাবালিকার বয়স ১৮ বছর পেরিয়ে যায়।

তারপর যুবতী মা-বাবার কাছে যেতে অস্বীকার করে জানা গেছে। তখন ধলাই জেলা সিডাব্লিওসি-র নির্দেশে যুবতীর ঠাই হয় ইন্দ্রনগরস্থিত মঙ্গলালোক শক্তিসদনে নামে হোমে। যুবতীর পরিবারের লোকজন বেশ কয়েকবার ইন্দ্রনগরস্থিত মঙ্গলালোক শক্তিসদনে গিয়ে যুবতীর সাথে কথা বলে। যুবতীর মায়ের অভিযোগ তাদের মেয়ে তাদেরকে জানিয়েছে মঙ্গলালোক শক্তিসদনে সে খুব কষ্টে আচ্ছে।

ঠিক ভাবে তাকে খাবার দেওয়া হয় না। এরই মধ্যে শুক্রবার তারা মেয়ের সাথে দেখা করতে গিয়ে জানতে পারেন মঙ্গলালোক শক্তিসদন থেকে তাদের মেয়ে নিখোঁজ। তাদের অভিযোগ বেসরকারি হোম কর্তৃপক্ষ তাদের মেয়েকে বিক্রি করে দিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে তদন্তক্রমে প্রকৃত কারণ খুঁজে বের করার।

Exit mobile version