জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার রমরমা রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গা। রাজধানীর বিভিন্ন এলাকা এক প্রকার সন্ধ্যের পরে নেশাখোরদের মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়। এমন এলাকা হল উত্তর গেট সংলগ্ন ডিম সাগর ও স্বামী বিবেকানন্দ ময়দানের চারপাশ। এতে চলাচলে সমস্যা হয় স্থানীয় লোকজনের। পুলিসের কাছে এ ধরণের অভিযোগও আসে।
অবশেষে নড়েচড়ে বসে পশ্চিম জেলার পুলিস। শুক্রবার রাতে জেলার পুলিস সুপার কে কিরণ কুমারের নেতৃত্বে অভিযান চলে এই দুই জায়গায়। অভিযানে ৪০ জনের অধিক লোককে আটক করে পুলিস। এ ধরণের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান পশ্চিম জেলার পুলিস সুপার।
অভিযোগ সন্ধ্যের পরে আগরতলা শহরের অলি গলিতে বসে নেশার আড্ডা। একাংশ যুবক- যুবতী এসব নেশার আসর বসায়। চলে নেশা সামগ্রী বিক্রি ও সেবন। এর ফলে নষ্ট হচ্ছে সেসব এলাকার পরিবেশ। ধারণা পুলিসের এই অভিযানে কিছুটা নেশাখোরদের উৎপাত বন্ধ হতে পারে।