জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে উদ্ধার ৫০ ঊর্ধ্ব এক মহিলার পচাগলা মৃতদেহ। ঘটনা আমতলী থানাদিন পঞ্চমুখ এলাকায়। তদন্তে রয়েছে পুলিশ ও ফরেনসিক টিম।রাজধানীর শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় এক বাড়ি থেকে ৫০ উর্ধ্ব বয়সীর এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমতলী থানার পুলিশ এবং ফরেনসিক টিম।
পরিবারের অভিযোগ এ মহিলা বাড়িতে একা থাকতেন , সেই একা থাকার সুযোগ নিয়েছে কোন দুষ্কৃতিকারী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিবস্ত্র অবস্থায় ছিল মহিলা। ধারণা করা হচ্ছে তাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে তারপর হত্যা করা হয়।
এদিকে খবর পেয়ে ছুটে আসে ফরেনসিক টিম। তারা দেহটি ময়না তদন্ত করবে। তারপরেই হয়তো মৃত্যুর রহস্য বেরিয়ে আসতে পারে। প্রসঙ্গত কিছুদিন আগে মৃত মহিলার একমাত্র ছেলে মারা গিয়েছিল। এখন মহিলার এক বিবাহিত মেয়ে রয়েছে। প্রসঙ্গত মহিলা অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করতো। তবে মহিলা ঘরের ভিতরে থাকলেও দরজায় তালা লাগানো ছিল। পুলিশ এসে ঘরের দরজা ভাঙতে হয়েছে।