Site icon janatar kalam

রাজকোটেই টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড গড়ল ভারতীয় দল

জনতার কলম ওয়েবডেস্ক :- সহজেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। রাজকোট টেস্টে ৪৩৪ রানে জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ৪১ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।

এই অলরাউন্ডার অসাধারণ পারফরম্যান্স দেখালেন। প্রথম ইনিংসে শতরান করার পর ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, বল হাতে কামাল করলেন। যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, সরফরাজ খানের পাশাপাশি রাজকোট টেস্টে ভারতীয় দলের অন্যতম নায়ক জাডেজা।

রাজকোটেই টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড গড়ল ভারতীয় দল। এর আগে ২০২১ সালে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৭২ রানে জয় পায় ভারত। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩৭ রানে জয় পায় ভারতীয় দল। ২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২১ রানে জয় পায় ভারত। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২০ রানে জয় পায় ভারত।

Exit mobile version