জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বক্সনগর ও ধনপুরে উপ নির্বাচনের দিনক্ষন খুবই নিকটে। এই দুই কেন্দ্রে এখন খাতা কলমে ওয়ান ইস টু ওয়ান লড়াই। কিন্তু বাস্তবে কে কাকে সমর্থন করছে তা এখনো সরাসরি ময়দানে নেমে বলা হচ্ছে না। স্বভাবতই এই দিকটি কিছুটা হলেও চিন্তায় রাখছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা কর্মীদের। রাজনৈতিক বিশ্লেষক মহল যখন এমন একটা ধারনা পোষণ করছে ঠিক এমন সময় বৃহস্পতিবার সোনামুড়ায় দেখা গেল এক ভিন্ন চিত্র। এদিন কংগ্রেস নেতা বিল্লাল মিয়াঁর বাড়িতে পৌঁছুল প্রদেশ বিজেপি’র এক জাম্বু টিম। অবশ্যই এই টিমে ছিলেন কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির বরিষ্ট নেতা তথা বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ, খাদ্য ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, প্রমুখ বিজেপি নেতৃত্ব। মত বিনিময় করেন কংগ্রেস নেতার সাথে। এ নিয়ে বিলাল মিয়াঁ অবশ্য বললেন এদের অনেকের সাথে তিনি রাজনীতি করেছেন। এটা একটা সৌজন্য সাক্ষাৎ। অপরদিকে খাদ্য মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন বলেন বাম বিরোধী নেতার বাড়িতে বাম বিরোধীরা আসতেই পারে। অবশ্য জনগণের আশীর্বাদ নেবার জন্য যে কেউর বাড়িতে যাওয়া যেতে পারে। তবে এদিন তিনি প্রদেশ কংগ্রেসকে একহাত নিলেন। বলেন এই উপনির্বাচনেই কংগ্রেসের দেওলিয়াপনা সামনে এসে পড়েছে। তিনি সাফ জানান কংগ্রেস নেতা বিলাল মিয়াঁ বিজেপিতে সামিল হবেন কি না এটা তার নিজস্ব বিষয়। তবে এদিন তিনি দৃঢ়তার সাথে জানান আসন্ন উপনির্বাচনে এই দুই আসনে বিজেপি প্রার্থীরা অনেক বেশি মার্জিনে জয়ী হবেন। বিধানসভায় তাদের আসন সংখ্যা বাড়বে। রাজনৈতিক মহলের মতে যে, যে ভাবেই এই মত বিনিময়কে ব্যখ্যা করুক না কেন রাজনীতির অন্দর মহলে এই দিকটি নিয়ে কিন্তু একটা কৌতূহল রয়েই গেল। রাজ্যের শাসক দল আগামীর লক্ষ্যে নিজেদের ঘুঁটি সাঁজানোর প্রয়াস শুরু করেছে বলেও বিভিন্ন মহলে জোর গুঞ্জন শুরু হয়েছে। দেখার বিষয় সামনের দিনগুলিতে কি চিত্র বেরিয়ে আসে।
Leave a Comment