জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা যোগেন্দ্র নগর রেল স্টেশন থেকে উদ্ধার ২২ কেজি গাজা। যার বাজার মূল্য আনুমানিক ২ লক্ষ টাকা হবে। সঙ্গে আটক করা হয়েছে ভিন রাজ্য বিহারের চার মহিলাকে। রবিবার কলেজ টিলা ফাঁড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তথ্য জানান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। গোপন খবরের ভিত্তিতে কলেজটিলা ফাড়ির ওসি শ্যামল দেবনাথের নেতৃত্বে মহিলা পুলিশ সহ যোগেন্দ্রনগর রেল স্টেশনে অভিযান চালানো হয়। অভিযান কালে চারজন বিহারের মহিলাকে আটক করা হয়। তাদের কাছ থেকেই ২২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে গাজা গুলি নিয়ে রওনা হয়েছিল মহিলারা। পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি আরও জানান, খুব শীঘ্রই এই নেটওয়ার্কের জড়িত অন্যান্যদের ধরতে সক্ষম হবে পুলিশ।