জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক, রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এবং নেহেরু যুব কেন্দ্রের যৌথ উদ্যোগে আগরতলায় শুরু হল দুদিন ব্যাপী রাজ্যভিত্তিক যুব উৎসব। এবছরের এই যুব উৎসবের থিম হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত পঞ্চপ্রাণ অব অমৃতকাল। এই থিমের উপর ভিত্তি করেই জেলা ভিত্তিক যুব উৎসবে বিজয়ী যুবক যুবতীদের নিয়ে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা ও দুদিনের কর্মশালা অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক যুব উৎসবে। শুধু তাই নয়, জেলাভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ী চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলি নিয়েও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতামূলক কর্মসূচিতে রয়েছে পেইন্টিং, ফটোগ্রাফি, স্বরচিত কবিতা লেখা, তাৎক্ষণিক বক্তৃতা ও ট্রেডিশনাল সমবেত লোকনৃত্য। রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে বুধবার দুপুরে দুদিন ব্যাপী এই রাজ্যভিত্তিক যুব উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।