জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যুবকের আক্রমণে মৃত্যু হওয়া মোবাইল ব্যবসায়ীর বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।রাজধানীর মেলারমাঠ এলাকায় দোকানে খুন হওয়া ব্যবসায়ী হরি শঙ্কর সাহার লালবাহাদুর এলাকায় বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে যান বিজেপি নেতা সুবল ভৌমিক, বনমালীপুর বিজেপি মণ্ডল সভাপতি চন্দ্র শেখর দে। শুক্রবার সন্ধ্যায় প্রয়াতের বাড়িতে যান মুখ্যমন্ত্রী সহ অন্যরা।
প্রয়াত হরিশঙ্কর সাহার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের সমবেদনা জানান। ১৫ অক্টোবর নিজের মোবাইলের দোকানে এক যুবকের ছুরির আঘাতে গুরুতর আহত হয়েছিলেন হরি শঙ্কর সাহা। ঘটনার পর উনাকে আই জি এম হয়ে জিবিতে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা যান মোবাইল ব্যবসায়ী হরি শঙ্কর সাহা। ব্যবসায়ীর মৃত্যুতে শোকের ছায়া বিভিন্ন মহলে।