জনতার কলম আগরতলা প্রতিনিধি :-মহেষখলা এলাকায় বাইপাস রোডের পাশে হিন্দুস্তান পেট্রোলিয়ামের অধীনে নতুন সজীব ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়েছে। এদিন উদ্বোধন করেন পরিবহন, গাব্য ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিজেপি সরকারের নেতৃত্বে সারা রাজ্যে যুবকদের মধ্যে স্বনির্ভরতার চাহিদা বৃদ্ধি পেয়েছে, আর সজীব ফিলিং স্টেশন তারই এক প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, পূর্বে ১ লিটার পেট্রোলের জন্য অনেক দূর যেতে হতো, কিন্তু সরকার ক্ষমতায় আসার পর ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের সহযোগিতায় রাজ্যে গুরুত্বপূর্ণ স্থানে পেট্রোল পাম্প তৈরি হয়েছে, যা যানবাহন চালকদের জন্য সুবিধাজনক।
মন্ত্রী যুবকদের উদ্দেশে বলেন, শুধু সরকারি চাকুরীর দিকে মনোযোগ না দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে কিভাবে পরিবার ও নিজের ভবিষ্যত গড়ে তোলা যায়, সেটাও গুরুত্ব দিতে হবে।
নতুন এই পেট্রোল পাম্প আমতলী বাইপাস থেকে খয়েরপুর পর্যন্ত চলাচলরত যানবাহন চালকদের জন্য অনেক সুবিধা বয়ে আনবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার, পেট্রোল পাম্পের কর্ণধার সৌম্য রাজণ্ডপ, সঞ্জীব দাস এবং অন্যান্যরা।