Site icon janatar kalam

যান দুর্ঘটনায় পা হারালো এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক। তার একটি পা ভেঙে ও থেতলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাহারাজগঞ্জ বাজার অমি নির্বাপক দপ্তরের কর্মীরা। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে। আহত যুবকের নাম নকুল ঋষিদাস।

তার বাড়ি আড়ালিয়া পঞ্চবটি এলাকায়। একটি মারুতি ভ্যান দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। যন্ত্রনায় ছটফট করছে আহত যুবক। চালকদের অসতর্কতার কারণে প্রতিদিন যান দুর্ঘটনা ঘটছে। আর এভাবেই দুর্ঘটনার শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

Exit mobile version