Site icon janatar kalam

যাত্রাপুর থানার তৎপরতায় ৫,০০০ গাঁজা গাছ ধ্বংস, নেশা বিরোধী অভিযানে উজ্জ্বল সাফল্য!

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- নেশামুক্ত ত্রিপুরার পথে আরও এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিল যাত্রাপুর থানা। মঙ্গলবার সকালে নিদয়া তিন ঢেপা এলাকায় যাত্রাপুর থানার উদ্যোগে পরিচালিত হয় বৃহৎ গাঁজা কাটিং অভিযান। এ নিয়ে থানার এটি নবম সাফল্য। অভিযানে নেতৃত্ব দেন যাত্রাপুর থানার ওসি সিতি কন্ট বর্ধন। তাঁর সঙ্গে ছিলেন সাব-ইন্সপেক্টর প্রীতম দত্তসহ থানার অন্যান্য পুলিশ কর্মী ও টিএসআর জওয়ানরা। অভিযানে প্রায় ৫ থেকে ৬টি প্লটে বিস্তীর্ণ এলাকাজুড়ে থাকা ৫,০০০টিরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়।

একান্ত সাক্ষাৎকারে সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত জানান, “নেশা বিরোধী এই অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য — নেশামুক্ত ত্রিপুরা গঠন।” স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপুর থানার এই ধারাবাহিক অভিযান এলাকায় স্বস্তি ও নিরাপত্তার পরিবেশ সৃষ্টি করেছে। অপরদিকে, গাঁজা কারবারিদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। নেশা বিরোধী লড়াইয়ে একের পর এক সাফল্যের মাধ্যমে যাত্রাপুর থানার নাম এখন ত্রিপুরা জুড়ে আদর্শ দৃষ্টান্ত হয়ে উঠছে।

 

Exit mobile version