Site icon janatar kalam

যাকে ভালো লাগে তাকে ভোট দেবে মথা : অনিমেষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তিপরা মথা সমর্থিতরা বিজেপি কিংবা সিপিএম যে প্রার্থীকে সুবিধাজনক মনে করবে সেই প্রার্থীকেই ভোট দেবে। নির্দিষ্ট সিপিআইএম প্রার্থী কিংবা বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কোন কর্মী সমর্থককেই বলা হয়নি। যে প্রার্থীকে ভোট দিলে ভোটাররা লাভবান হবে সেই প্রার্থীকে ভোট দেওয়ার জন্যই বলা হয়েছে দলীয় কর্মী সমর্থকদের। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের সভাপতি বিজয় রাঙ্খল।

Exit mobile version