যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ডঃ বি.আর আম্বেদকরের ৬৯ তম তিরোধান দিবস
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছরের মতো এবারো সংবিধান প্রণেতা ডঃ বি আর আম্বেদকরের প্রয়াণ দিবস পালন করলো তপশিলি জাতি কল্যাণ দপ্তর। শুক্রবার যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় ডঃ বি.আর আম্বেদকরের ৬৯ তম তিরোধান দিবস। এইদিন রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে হয় শ্রদ্ধা জ্ঞাপন।
উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা মিনারানি সরকার, পশ্চিম জেলার সভাধিপতি বলাই গোস্বামী সহ অন্যান্যরা। অনুষ্ঠান শুরুর আগে মন্ত্রী সুধাংশু দাস উজ্জয়ন্ত প্রসাদের সামনে ডঃ বি.আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুলের মালা পরিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত সকলে ডঃ বি.আর আম্বেদকরের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস বলেন আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি বলেন প্রতি বছর তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে দিনটি পালন করা হয়। নতুন প্রজন্মকে ডঃ বি.আর আম্বেদকরের বিষয়ে অবগত করার জন্য দিনটি পালন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা রেলি করে সেখানে আসে।