Site icon janatar kalam

মোমের দাম বেশি,কিন্তু অন্যান্য বারের তুলনায় এই বছর মোমের চাহিদা বেশি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গাপুজো, লক্ষ্মীপুজো শেষ হতে না হতেই দীপাবলির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। উৎসবের মরশুমে অপেক্ষা ১১ নভেম্বরহিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। এটা আলোর উৎসব। ১৪ বছর বনবাস কাটিয়ে অযোধ্যায় ফিরেছিলেন শ্রী রাম ও সীতা। তাঁর আগমনের খুশিতেই উদযাপিত হয় দীপাবলি উৎসব। ধনের দেবী লক্ষ্মী ও সমৃদ্ধিদাতা গণেশ পূজিত হন।এই দিন বাড়ি বাড়ি বাড়ি আলোকিত করে মোম জ্বলিয়ে। রাজ্যের বিভিন্ন মোম ব্যবসায়ীরা ব্যস্ত এখন মোম তৈরী তে। আগরতলার জয় নগরেও একই ব্যস্ততা চলছে মোম তৈরি গত বছর বৃষ্টির কারণে এরকম ব্যবসা হয়নি কিন্তু এবছর মোমের চাহিদা বেশি কিন্তু আগের তুলনায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ী সুজন ব্যানার্জি তিনি আরো বলেন আগের তুলনায় দাম দিয়ে মাল কিনতে হয় তাই মোমের দাম ও বেড়েছে কিন্তু অন্যান বারের তুলনায় এই বার অনেক আগে থেকেই মোমের চাহিদা বেশি পাশাপাশি মাটির প্রদীপ এর চাহিদা একরকম মোমের চাহিদা সবসময়ই আছে বলে জানান তিনি।

 

 

Exit mobile version