Site icon janatar kalam

মোদী হে তো মুমকিন হে, আনারসে পদ্ম ফুটিয়ে ছাড়লো মোদী : সুদীপ

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস ছাড়া কোনো রাজনৈতিক দল জনজাতিদের উন্নয়নের স্বার্থে কাজ করে নি।কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কংগ্রেস এতকিছু করার পর ও এডিসিতে শাসন ক্ষমতায় বসতে পারেনি। বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই মত প্রকাশ করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। এদিন তিনি অভিযোগ করেন লোকসভা নির্বাচনে তিপ্রাসাদের আবেগকে ব্যবহার করা হয়েছে।

তিপ্রাসাদের বিক্রি করে দিয়ে নিজেদের আখের গোছাতে চাইছে মথা সুপ্রিম প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ইতিমধ্যে সরকার সিএএ লাগু করার ঘোষণা দিয়েছে , মাধব বাড়িতে এই সিএএ -এর বিরোধিতা করতে গিয়ে তিপরা মথা দলের উৎপত্তি হয়েছিল ,আজ দেশে সিএএ লাগু হওয়ার পরও চুপ প্রদ্যোত কিশোর দেববর্মণ। কিন্তু কংগ্রেস সিএএ-কে সমর্থন করে না বলে জানান তিনি।

পাশাপাশি জনজাতিরা আসন্ন লোকসভা নির্বাচনে উপযুক্ত জবাব দেবেন এবং তিপ্রাসাদের কংগ্রেসে যোগদান করার জন্য আবেদন জানিয়েছেন।

Exit mobile version