জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস লাগাতার বিজেপির বিরুদ্ধে সংবিধান পরিবর্তনের অভিযোগ করে আসছে। এর জবাব দিতে এগিয়ে এসেছেন বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। নাগপুরে পৌঁছে অনুরাগ ঠাকুর সংবিধান পরিবর্তনের কংগ্রেসের অভিযোগকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন এবং কংগ্রেসকে সংবিধানের স্রষ্টা বাবাসাহেব আম্বেদকরকে অসম্মান করার অভিযোগ করেছেন।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, যে কংগ্রেস তার মেয়াদে একবার বা দুবার নয়, ৬২ বার তার সুবিধামত সংবিধান সংশোধন করেছে। শুধু তাই নয়, কংগ্রেস তার শাসনামলে বাবাসাহেব আম্বেদকরকে ভারতরত্ন দিতে কখনও মাথা ঘামায়নি। বিজেপি ক্ষমতায় এলে বাবাসাহেবকে ভারতরত্ন দেওয়া হয়, যা কংগ্রেসের দ্বৈত চরিত্র প্রকাশ করে।
তিনি আরো বলেন, যে কংগ্রেস বাবাসাহেব আম্বেদকরকে নির্বাচনে পরাজিত করে রাজনীতিতে তার ভূমিকা শূন্যে নামিয়ে এনেছে। এ ছাড়া তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি বলেন, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন সময়ে সংবিধান সংশোধন করেছে। সংবিধান সংশোধন করেছিলেন ১৭ বার নেহরু, ৩৩ বার ইন্দিরা গান্ধী এবং ৭ বার মনমোহন সিং। এমন পরিস্থিতিতে কংগ্রেসের আমাদেরকে সংবিধান লঙ্ঘন করার অভিযোগ করার কোনো নৈতিক অধিকার নেই।
কংগ্রেস বিজেপির নেওয়া অনেক পদক্ষেপকে সংবিধানের সঙ্গে খেলা বলে অভিহিত করছে। যখন কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে, কংগ্রেস এটিকে সংবিধানের সাথে কারচুপি বলে অভিহিত করে। কংগ্রেসও সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রজ্ঞাপিত নাগরিকত্ব সংশোধনী আইনকে সংবিধানের মূল চেতনার সঙ্গে খেলা বলে অভিহিত করেছে বলে তিনি জানান।