জনতার কলম ওয়েবডেস্ক :- রাহুলের শাস্তিতে স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে কংগ্রেস নেতার করা আবেদনের চূড়ান্ত রায়দান না হওয়া পর্যন্ত এই মামলায় রাহুলকে কোনও শাস্তি পেতে হবে না। যার অর্থ কংগ্রেস নেতার ২০২৪ লোকসভা নির্বাচনে লড়ার ক্ষেত্রে আর বাধা রইল না।
জানা গিয়েছে, ‘মোদী পদবী’ নিয়ে মন্তব্যের জন্য ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দায়ের করা আবেদনের এদিন শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে। রাহুল গান্ধীর পক্ষ থেকে এদিন ছিলেন বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু। প্রথম থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে সওয়াল-জবাব শুরু করেন তিনি। আর তারপর তাঁর এই সওয়াল জবাবেই স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।