Site icon janatar kalam

মেহের কালীবাড়িতে যজ্ঞ করলেন প্রতিমা ভৌমিক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অযোধ্যায় রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ত্রিপুরায়ও চলছে বিশেষ পূজা অর্চনা । এই উপলক্ষে আগরতলা মেহের কালীবাড়িতে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক । শ্রীমতি ভৌমিক এদিন মেহের কালীবাড়িতে রামের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন করেছে । বিশেষ পুজোও হোম যজ্ঞ উপলক্ষে এদিন মেহের কালীবাড়িতে শত শত ভক্তের ভিড় পরিলক্ষিত হয় । কেন্দ্রীয় মন্ত্রী এ দিন রামলালার কাছে গোটা রাজ্য বাসির শোক সমৃদ্ধি ও শান্তি কামনা করেন । প্রসঙ্গত গোটা রাজ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চলছে পুজো পাঠ ও বিশেষ আরাধনা ।

 

 

Exit mobile version