Site icon janatar kalam

মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও পরীক্ষা সেন্টার ত্রিপুরা রাজ্যে করার দাবিতে বিক্ষোভ পদর্শন AIDSO,AIDYO-এর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সমস্ত ব্যয় রাজ্য সরকারকে বহন করার দাবি জানাল AIDSO,AIDYO ।শুক্রবার দুই ছাত্র-যুব সংগঠনের যৌথ উদ্যোগে রাজধানীর বটতলায় বিক্ষোভ কর্মসূচী সংগঠিত করা হয়। উপস্থিত ছিলেন দুই সংগঠনের নেতৃত্ব ভবতোষ দে, মৃণাল কান্তি সরকার সহ অন্যরা।

তারা বিক্ষোভ কর্মসূচী থেকে দাবি জানান, দুর্ঘটনায় নিহত দ্বীপরাজ দেববর্মার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া ও পরীক্ষা সেন্টার ত্রিপুরা রাজ্যে করার। উল্লেখ্য ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাঙ্কের পরীক্ষা আসামে দেওয়ার জন্য যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় রাজ্যের ছেলে দ্বিপরাজ দেববর্মা, আহত হয়েছেন আরও কয়েকজন।ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন মহল সরব।

 

 

Exit mobile version